ঠিকাদারের গুরত্ব ও প্রয়োজনীতাঃ সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নির্মান ঠিকাদারের গুরত্ব ও প্রয়োজনীতা কি? কি?



ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় দেয়াল  ধ্বসে শ্রমিকের মৃত্যু
Link: https://www.banglanews24.com/national/news/bd/635143.details


কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কেউই চান না তাদের কোন নির্মানাধীন প্রকল্পে এ ধরনের কোন সংবাদ শিরোনাম হোক? 

কিন্তু তার পরও কেন প্রায়শই ঘটে চলেছে এসব দূর্ঘটনা?


বিভিন্ন দূর্ঘটনা স্থল পরিদর্শন, অনুসন্ধান ও বিশ্লেষণ করে প্রধানত যে সমস্ত কারণগুলো জানা যায় -

১। ঠিকাদারের অভিজ্ঞতার কারণে সে সেফটি এনালাইসিস করতে ব্যর্থ হয়েছে। অথবা
২। দক্ষ জন বলের অভাবে সঠিকভাবে সেফটি ব্যাবস্থা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। অথবা
৩। বেশী মুনাফার লোভে স্বল্প খরচে অপর্যাপ্ত বা সেফটি ব্যাবস্থা সম্পন্ন করেছে। অথবা
৪। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো কোন কোন জায়গায় দেখা গেছে উপরের সবগুলো কারণই বিদ্যমান রয়েছে।


এই হলো বাস্তব অবস্থা।


তবে এসব ক্ষেত্রে ঠিকাদারকে একতরফা দায়ী না করে কিছু কিছু সাবধানতা অবলম্বন করলে হয়তবা ক্ষতির পরিমাণ কিছুটা হ্রাস করা যেত তা হলো -

১। একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন  নির্মান ঠিকাদারকে দিয়ে কাজ করানো। 
২। দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলীর সার্বক্ষনিক সুপারভিশন নিশ্চিত করণ।



সৌজন্যে : http://buildup-bd.com/

Comments