নির্মান ঠিকাদারঃ একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নির্মান ঠিকাদার এর বৈশিষ্ট্য সমূহ কি কি?



একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন  নির্মান ঠিকাদার এর বৈশিষ্ট্য সমূহ:

১।  নিজস্ব বিজনেস অফিস থাকতে হবে।
২।  ট্রেড লাইসেন্স, টিন এবং ভ্যাট সার্টিফিকেট থাকতে হবে।।
৩। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে H.S.C পাশ হতে হবে।
৪। কমপক্ষে ৫ বছর নির্মান কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে।
৫। নির্মান ঠিকাদার হিসেবে সামাজিক পরিচিতি ও সুনাম থাকতে হবে।
৬। প্রয়োজনীয় দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল থাকতে হবে।
৭। নির্মাণ সংশ্লিষ্ট প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকতে হবে।
৮। প্রয়োজনীয় সেন্টারিং ও শাটারিং মালামাল থাকতে হবে।

Comments